কোরিয়ান স্টিম ফেসিয়াল

কোরিয়ান স্টিম ফেসিয়াল

একটা ছোট কিন্তু এফেক্টিভ স্কিন কেয়ার রুটিন শেয়ার করি। এটা একটা কোরিয়ান স্কিন কেয়ার টেকনিক। এটা রাতে ব্যবহার করলে বেশি ফল পাওয়া যাবে।

প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। তারপর চেহারায় স্ক্রাবিং করতে হবে যাতে ডেড সেলগুলো উঠে যায়। এরপর গরম পানিতে একটা ছোট টাওয়াল ভিজিয়ে চিপে নিতে হবে। এরপর চেয়ারে মাথা হেলান দিয়ে বসে মুখের উপর টাওয়ালটা দিয়ে রাখতে হবে। খেয়াল রাখবেন, টাওয়াল যেন খুব বেশি গরম না হয়। ৩০ সেকেন্ড পর টাওয়াল টা চেহারা থেকে সরিয়ে ফেলুন। ২/৩ সেকেন্ড পর টাওয়াল দিয়ে মুখ ঢেকে ফেলুন।

এবার চেহারা ঢাকা থাকা অবস্থায় চেহারার উপরে থাকা টাওয়াল টা দিয়ে কপাল, গাল, নাক, থুতনি সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এভাবে এক মিনিট করুন। তারপর চেহারা থেকে টাওয়াল সরিয়ে ফেলুন। চেহারার পানি বাতাসে শুকিয়ে যাবে, কোন কাপড় বা টিস্যু দিয়ে মুছবেন না।

চেহারা শুকিয়ে গেলে নিজের স্কিনের ধরণ বুঝে ময়েশ্চরাইজার লাগান। ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত ময়েশ্চরাইজার, আ্যলোভেরা জেল, ব্রণ থাকলে টি ট্রি অয়েল ব্যবহার করলে ভালো ফল পাবেন।

এই স্কিন কেয়ার টেকনিকের মাধ্যমে আপনার রোমকূপ গুলো নিশ্বাস নিবে এবং আপনার নিজের চেহারা থেকেই উপকারী তেল নিঃসৃত হবে যা আপনার চেহারা উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। আর যেই প্রোডাক্টই আপনি ব্যবহার করবেন তা আপনার ত্বকের গভীরে যাবে।