রেসিপিঃ শ্রেডেড বিফ চাইনিজ নুডলস্

রেসিপিঃ শ্রেডেড বিফ চাইনিজ নুডলস্

বিফ হাড় ছাড়া ৫০০ গ্রাম । চিকন, লম্বা , পাতলা করে কাটতে হবে ।

বিফ টুকরো গুলোকে ১ টেবিল চামচ করে সয়া সস,,অয়েস্টার সস আর ২ টেবিল চামচ টমেটো সস, ১ চামচ পাপরিকা ,১ চা চামচ গোল মরিচ গুড়া ,৫/৬ ড্রপ ফিস সস ,১চা চামচ লেবুর রস, ১ চা চাচ করে আদা বাটা রসুন বাটা,অনিয়ন পাউডার /গারলিক পাউডার ইচ্ছা মত, ১ টা ডিম , ১ চা চামচ রেড ওয়াইন ভিনেগার,২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ,প্রয়োজন মত লবণ দিয়ে মেখে ২ ঘন্টা রেখে দিন ।

২ ঘন্টা পর টুকরো গুলোকে ১০ মিনিট করে ডুবো তেল এ ভেজে তুলুন ।

এবার যা যা লাগবে :

পিয়াজ কিউব করে কাটা বড় সাইজের ২ টা ।

আদা বাটা ১ চা চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

গাজর বড় ১ টা / মাঝারি সাইজের ২ টা লম্বা লম্বা চিকন করে কাটা ।

মাশরুম ২০০ গ্রাম

কাচা মরিচ ফালি ৫/৬ টা

সয়া সস ১ টেবিল চামচ

অয়েস্টার সস ১ টেবিল চামচ

টমেটো সস ৫ টেবিল চামচ

টমেটো পেস্ট ৩ টেবিল চামচ

রেড কারি পেসট ১ চা চামচ

গ্রীন চিলি সস ১ টেবিল চামচ

জিরা গুড়া ১ চা চাচ

রেড চিলি সস ২ টেবিল চামচ

রেড ওয়াইন ভিনেগার ১ টেবিল চামচ

চিনি ১-২ চা চামচ ,দেখে দিবেন

পাপরিকা ইচ্ছা মত

লেবুর রস ১ টেবিল চামচ

গোল মরিচ গুড়া ১.৫ চা চামচ

অনিয়ন পাউডার /গারলিক পাউডার ইচ্ছা মত

চিকেন স্টক প্রয়োজন মত

লবণ একদম শেষে স্বাদ দেখে দিবেন

ধনে পাতা কুচি ইচ্ছা মত

কড়াইতে তেল গরম করে প্রথমে পিয়াজ, আদা বাটা, রসুন বাটা ২/৩ মিনিট ভাজুন । এরপর কাচা মরিচ আর গাজর .মাশরুম আর সাথে সয়া সস দিয়ে ১০ মিনিট নেড়ে চেড়ে ভাজুন । গাজর নরম হয়ে আসলে টমেটো সস , টমেটো পেস্ট, রেড কারি পেসট , গ্রীন চিলি সস, জিরা গুড়া, রেড চিলি সস , পাপরিকা , গোল মরিচ গুড়া, অনিয়ন পাউডার /গারলিক পাউডার আর কিছু চিকেন স্টক দিয়ে ঢেকে ১৫/২০ মিনিট রাননা করুন ।

এর পর ঢাকনা খুলে রেড ওয়াইন ভিনেগার, চিনি আর লবণ দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রাননা করুন । এই সময় লাগলে আরো চিকেন স্টক দিন । মাংস সিদ্ধ হয়ে আসলে আর পানি শুকিয়ে আসলে লেবুর রস , ধনে পাতা কুচি দিয়ে নামান ।

এই ডিশ টা ফ্রাইড রাইস এর সাথেও খেতে পারেন ।

আর নুডুলস্ করতে চাইলে নন স্টিক প্যানে পছন্দ মত টমেটো কুচি . সয়া সস. শ্রেডেড বিফ কারি , টমেটো সস দিয়ে নাড়ুন.১০ /১৫ মিনিট পর ইচ্ছা মত স্ক্র্যম্বল্ড এগ,সিদ্ধ নুডুলস্ আর ধনে পাতা কুচি মিশিয়ে নামান । লবণ কম লাগলে সয়া সস দিন ।রেড ওয়াইন ভিনেগার না থাকলে সমস্যা নাই