নারী কি পুরুষের বাঁ পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি?

নারী কি পুরুষের বাঁ পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : ছেলেদের বাঁ পাঁজরের হাড় নিয়ে মেয়েদের সৃষ্টি করা হয়েছে, এ কথা কি সত্যি?

উত্তর : এটি আদম (আ.) সম্পর্কে বলা হয়েছে, সৃষ্টির শুরুর কথা বলা হয়েছে। এই কথা সত্য, আল্লাহ সুবহানাহুতায়ালা আদমের (আ.) বাঁ পাঁজর থেকে হাওয়াকে (আ.) সৃষ্টি করেছেন।

কিন্তু তার অর্থ এই নয় যে এভাবেই সৃষ্টি হচ্ছে, এখন আর সেটি অব্যাহত নেই। সেটি সৃষ্টির শুরুতে ছিল। মানুষকে কীভাবে সৃষ্টি করা হয়েছে, সেটি আল্লাহতায়ালা বলে দিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বীর্য থেকে সৃষ্টি করেছেন।