লালমনিরহাটে ইজতেমা শুরু ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার

লালমনিরহাটে ইজতেমা শুরু ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার

লালমনিরহাটে তিন ব্যাপি জেলা ইজতেমা শুরু হচ্ছে। আগামি বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার কালেক্টরেট মাঠে তাবলিগ জামাতের আয়োজনে ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার বেলা ১১টায় মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে। জানা গেছে, দ্বিতীয় বারের মতো লালমনিরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার ৫টি উপজেলাসহ আশপাশের জেলার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হবেন। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লি আসতে শুরু করেছেন। সবমিলিয়ে অন্তত দেড় লাখ মুসুল্লি এ জামাতে শরিক হবেন এমনটাই ধারণা করা হচ্ছে।

সদর উপজেলার নির্বাহী অফিসার ইজতেমার মাঠে পরিদর্শনে গিয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় ওজুখানা, শৌচাগার নির্মাণ, লাইটসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের ইজতেমার কাজে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে দেড় লাখের অধিক মুসল্লির মিলনমেলায় পরিণত হবে।