রমজান এলাকার বড় ভাই। এলাকার ‘ভাই-ব্রাদার’ নিয়ে তিনি একটি মিছিল বের করলেন। কারণ ‘নাইমা ভাবী’ রমজান ভাইয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন।
বাস্তবে এমন ঘটনা দেখা না গেলও, পর্দায় এমন ঘটনা-ই চিত্রায়িত হয়েছে।
শেখ সেলিমের পরিচালনায় ‘রমজান ভাই পাবলিক ফিগার’ নামে একটি নাটকে দেখা যাবে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে কয়েকটি দৃশ্য।
আপেল মাহমুদের রচনায় এ নাটকে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, আনন্দ খালেদ প্রমুখ।
আসছে ঈদে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশনে।