অ্যান্ড্রয়েডের মালিকরা ভালো মানুষ

অ্যান্ড্রয়েডের মালিকরা ভালো মানুষ

আই ফোন ব্যবহারকারীদের থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক বেশি খোলা মনের মানুষ। মানবিকতাও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের মনঃস্তত্ত্ব বিভাগের সমীক্ষায় দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি আইফোন পছন্দ করেন। বাজারে এটি প্রতিষ্ঠিত যে আই ফোন ব্যবহারকারীরা সাধারণত নিজেদের একটু উঁচু দরের মনে করনে।

তাঁদের মনে হয়, আই ফোনের দৌলতে সবার থেকে নিজের আলাদা পরিচয় তৈরি হবে। তাই সবসময়েই আই ফোনের মালিকরা অ্যান্ড্রোয়েডের মালিকদের একটু খাটো চোখেই দেখেন।

গবেষকরা বলছেন, সেই জন্যই তাঁদের মধ্যে একটা অন্য রকম অহঙ্কার তৈরি হয়ে যায়। যে অহঙ্কার আসলে ক্ষতি করে মানুষের সাধারণ বোধেরই। শুধু তাই নয়, গবেষকরা বলছেন কি ধরণের অ্যাপ একজন ব্যবহারকারী ডাউনলোড করছেন, তার থেকেও মনের কথা বোঝা সম্ভব। তবে তাঁর জন্য আরও গবেষণা চাই।