এবার টয়লেট খুঁজে দিবে অ্যাপস!

এবার টয়লেট খুঁজে দিবে অ্যাপস!

অফিসে শত শত কর্মকর্তা-কর্মচারী। কিন্তু ভবনের একেক তলায় টয়লেটের সংখ্যা সে তুলনায় পর্যাপ্ত নয়। অফিস চলাকালে খালি টয়লেটের জন্য তাই একটু দীর্ঘ সময়ই জাপানিদের কিছুটা সময় অপেক্ষা করতে হয়। একে সময়ের অপচয় বিবেচনায় নিয়ে খালি টয়লেট খোঁজার অ্যাপস তৈরির উদ্যোগ নিয়েছে জাপানের একটি প্রতিষ্ঠান

এই অ্যাপসটি তৈরি করেছে জাপানের টেলিকম অপারেটর কেডিডিআই। প্রতিষ্ঠানটির মতে, টয়লেটে যেয়ে যেন লম্বা সারিতে দাঁড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা করতে না হয় সেজন্যই অ্যাপস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় টয়লেটের দরজার সঙ্গে একটি সেন্সর সংযুক্ত করা হবে। আর এই সেন্সরের সঙ্গে কেন্দ্রীয় কম্পিউটার ব্যবস্থার সংযোগ থাকবে। এর ফলে টয়লেট থেকে কেউ বের হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসে তার আপডেট দেখা যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপসটি পরীক্ষামূলকভাবে অফিসগুলোতে কার্যকর প্রমাণিত হলে পরবর্তীতে রেলস্টেশন, শপিংমল ও স্টেডিয়ামের মতো জায়গাগুলোকে এর আওতায় নিয়ে আসার কাজ শুরু হবে।

কোম্পানির মুখপাত্র ডাইসুকি মাউরো জানিয়েছেন, এটি মূলতঃ সময় বাঁচানোর জন্য করা। তিনি বলেন, ‘লোকজন একটি ভবনের বিভিন্ন তলায় খালি টয়লেট খুঁজতে গিয়ে অথবা খালি হওয়ার জন্য অপেক্ষা করতে যেয়ে সময় নষ্ট করে। আমরা আশা করি, এর মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।’