রুবেলের খেলা প্রথম ওয়ানডেতে অনিশ্চিত

রুবেলের খেলা প্রথম ওয়ানডেতে অনিশ্চিত

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছিল ১৫ অক্টোবর রুবেল হোসেনও অনুশীলনে নেমে পড়েছিলেন মূল ক্যাম্পের জন্য জিম-রানিংয়ে নিজেকে প্রস্তুত করার পথেই ছিলেন কিন্তু অনুশীলন শুরুর দিন থেকেই ক্যাম্পে নেই রুবেল জানা গিয়েছিল জ্বরের টনসিলে   কারণেই ছিলেন না

 এ কারনে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮ বছর বয়সী এই পেসারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। জ্বর-টনসিল কিছুটা কাটিয়ে উঠলেও শারীরিকভাবে খুব ভালো অবস্থায় নেই রুবেল। তাই আগামীকাল প্রথম ওয়ানডেতে তার না খেলাটা নিশ্চিতই বলা চলে

 গতকাল মুঠোফোনে রুবেল জানিয়েছেন, জ্বর কমেছে। টনসিলের ব্যথারও উন্নতি হয়েছে। তবে হালকা ব্যথা এখনও আছে। নিজের সেরাটা দিতে পারবেন না বলে রুবেল নিজেই প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা দেখছেন না

 গত কয়েকদিন জাতীয় দলের অনুশীলনে ছিলেন না রুবেল। আজ যোগ দিবেন ক্যাম্পে। প্রস্তুতি নিয়ে গেলেও অনুশীলন করতে পারবেন কিনা নিশ্চিত নয়। গতকাল শরীরের বর্তমান অবস্থা জানতে চাইলে এই পেসার বলেন, ‘এখন ভালো। জ্বর কমছে। টনসিল হয়েছিল। ওইটা ভোগাইছে। একটু ব্যথা আছে তবে এখন ভালো।

  জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রুবেলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ খুবই কঠিন। প্রস্তুতিও নাই। যে পরিমাণ এন্টিবায়োটিক আমি খাইছি। আমি এভাবে খেলতে চাইও না। আমাকে নামায়ে দিল, আমি পূর্ণ চেষ্টা দিতে পারলাম না তাহলে দলের জন্য সমস্যা।

 জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে চোটঘাতে জর্জরিত বাংলাদেশ দল। তামিম ইকবাল, সাকিব আল হাসানের না খেলার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এই সিরিজে পাওয়া যাবে না। তবে সবকিছু ঠিক ভাবে চললে হয়তো সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তামিম। সেটাও অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে। চোট কাটিয়ে উঠেছেন মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ

 অবশ্য চোট বয়ে বেড়াচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেই চোট এখনও সারেনি। আঙুলের এই অবস্থা নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা খেলতে হবে মাশরাফিকে। ব্যথা সামলে ছয় দিনে তিনটি ম্যাচ খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন তিনি