ভারত তিনদিনেই টেস্ট জিতল

ভারত তিনদিনেই টেস্ট জিতল

ওয়েস্ট ইন্ডিজ দুই দিন বাকি থাকতে প্রথম টেস্ট হারল আজ শনিবার, প্রথম টেস্টের তৃতীয় দিনে চা-বিরতির কিছুক্ষণ পরে ইনিংস ২৭২ রানে জিতল ভারত এটি ভারতের ঘরের মাঠে ১০০তম টেস্ট জয়

 প্রথম৪৮ ওভার ইনিংস স্থায়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ফলো অন করে দ্বিতীয় ইনিংসে ৫১ ওভারের বেশি খেলতে পারল না ক্রেগ ব্রাথওয়েটের দল। প্রথম ইনিংসে ১৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে শেষ হল ১৯৬ রানে। কোনও ইনিংসেই দু'শোর গণ্ডি পেরোতে পারল না ক্যারিবিয়ানরা

 ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে বিধ্বংসী হয়ে উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অফস্পিনার নিয়েছিলেন চার উইকেট। মোহাম্মদ শামি নিয়েছিলেন দুই উইকেট। উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব নিয়েছিলেন একটি করে উইকেট

 ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ভেলকি দেখালেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট তিনি তুলে নেন। তার দাপটেই চায়ের বিরতির মধ্যে আট উইকেট পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের। বাঁ-হাতি ওপেনার কিয়েরন পাওয়েল একমাত্র লড়ছিলেন। ৮৩ রানে তাঁকে ফেরান কুলদীপই। টেস্টে এই প্রথমবার পাঁচ উইকেট পেলেন বাঁ-হাতি স্পিনার। এর আগে টেস্টে কুলদীপের সেরা সাফল্য ছিল চার উইকেট। 

 কুলদীপ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন  রবীন্দ্র জাদেজা।  নিলেন তিন উইকেট। অশ্বিন নিলেন দুই উইকেট। তিন স্পিনার মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ভাগ করে নিলেন দশ উইকেট