সায়নীর চরিত্রটি তসলিমা নাসরিনের নয়

সায়নীর চরিত্রটি তসলিমা নাসরিনের নয়

বেশ কয়েকদিন ধরেই টলি পাড়ায় শোনা যাচ্ছিল বাংলাদেশের প্রবাসী লেখিকা তসলিমা নাসরিনের একটি উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। যার নাম ‘দ্বিখণ্ডিত’। অনেকেই বলাবলি করছিলেন, তসলিমা নাসরিনের চরিত্রে পর্দায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ।

 

তবে এর সুরাহা করতে এগিয়ে এসেছেন ছবিটির নির্মাতা নবারুণ সেন। তিনি জানান, এটি কোনওভাবেই তসলিমা নাসরিনের বই থেকে তৈরি হচ্ছে না। মূলত এক মহিলা চিকিৎসক চলচ্চিত্রের গল্পে থাকায় অনেকে তসলিমা নাসরিনকে এর সঙ্গে মিলিয়ে ফেলেছেন। সায়নীর চরিত্রটি একজন ডাক্তারের, তবে সেটি কোনও ভাবেই তসলিমা নাসরিনের ছায়া নয়।

 

বরং ছবিটি নিজের লেখা একটি উপন্যাস অবলম্বনে নির্মাণ করছেন বলে দাবি করেন নবারুণ। ‘দ্বিখণ্ডিত’র গল্পে উঠে এসেছে ব্যক্তিত্ব সংকটে ভোগা এক রোগী ও তার ডাক্তারকে কেন্দ্র করে। ডাক্তার কি আসলেই তাকে নতুন জীবন দিতে পারবে- এটিই গল্পের মূল বিষয়।

 

ছবিতে রোগী চরিত্রে বিখ্যাত অভিনেতা শ্বাশত চ্যাটার্জি ও চিকিৎসক হিসেবে আছেন সায়নী ঘোষ। ছবিটি চলতি বছরই ভারতে মুক্তি পাবে বলে নির্মাতার আশা।