প্রোফাইল: আলিয়া ভাট

প্রোফাইল: আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্ম মার্চ ১৫, ১৯৯৩ সালে। ব্রিটিশ পরিবারে জন্মগ্রহণ করা আলিয়া, চলচ্চিত্রনির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের কন্যা। ১৯৯৯ সালে তানুজা চন্দ্র পরিচালিত 'সংঘর্ষ' চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের বিপরীতে করন জোহর পরিচালিত রোমান্টিক কমেডি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিয়মিত অভিনয় শুরু করেন; যা সে বছরের বক্স অফিস সাফল্য অর্জন করে। ২০১৪ সালে, ইমতিয়াজ আলী পরিচালিত 'হাইওয়ে' পথচলচ্চিত্রে স্টকহোম সিনড্রোমে আক্রান্ত একটি কিশোরীর চরিত্রে আলিয়ার অভিনয় চলচ্চিত্র সমালোচকদের ইতিবাচক মন্তব্য লাভ করে। তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন এবং একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্যও মনোনয়ন পেয়েছেন। তিনি অর্জুন কাপুরের বিপরীতে করন জোহর পরিচালিত '২ স্টেট্স' রোমান্টিক নাট্য চলচ্চিত্রে, বরুণ ধাওয়ানের বিপরীতে শশাঙ্ক খৈতান পরিচালিত রোমান্টিক কমেডি 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' চলচ্চিত্রে এবং শাকুন বার্তা পরিচালিত 'কাপুর অ্যান্ড সন্স' চলচ্চিত্রে অভিনয়ে মাধ্যমে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সমর্থ হন। ২০১৬ সালে ভাট 'উড়তা পাঞ্জাব' চলচ্চিত্রে দারিদ্র্যপীড়িত অভিবাসী চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা লাভ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, আলিয়া তার অভিনীত দুইটি চলচ্চিত্রের দুইটি গানে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি নিয়মিত মঞ্চে অংশগ্রহণ করে থাকেন এবং নারী পোশাকের নিজস্ব ধারার বিবর্তন ঘটিয়েছেন।