'সৌদি আরব'এ আকামা আর হবে না এই ১৯ টি পেশার, দেখে নিন আপনার পেশা আছে কিনা

'সৌদি আরব'এ আকামা আর হবে না এই ১৯ টি পেশার, দেখে নিন আপনার পেশা আছে কিনা

ঠিক এরকমই প্রশ্নবোধক দিয়ে শুরু হচ্ছে খবরটি । বিভিন্ন প্রবাসভিত্তিক ইংরেজি পেইজেও ইতিমধ্যে সংবাদটি এসেছে ।এটি, কেবলই প্রশ্নবোধক এখন পর্যন্ত । অর্থাৎ এখনও কার্যকরী হয়নি এই আইন । একটি প্রস্তাবনা এসেছে মাত্র । হলে তখন নির্ভরযোগ্য সোর্সেই খবর প্রকাশিত হবে ।

 

অনেক প্রবাসী বন্ধু ইতোমধ্যেই এই খবরে অস্থির হয়ে উঠেছেন । আদতে যে পেশাগুলোর তালিকা এসেছে, তা বাংলাদেশী প্রবাসীদের ক্ষেত্রে খুব বেশি ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা কম, যদি আইনটি কার্যকরী হয়ও ।

 

সব বাকালাতে সৌদি বসাতে হবে এরকম একটি কথা যেমন বাজারে চালু হয়ে গেছে, তবে বাস্তবে এখনও কার্যকর হয়নি, এটিও তেমনই একটি সম্ভাবনা মাত্র ।তো কার্যকরী না হবার আগেই অস্থির হয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ হবে না ।

 

যদি এই পেশাগুলোর মধ্যে আপনি পড়েও যান, আপনি নিশ্চয় বিশ্বাস করেন- রিজিক মিন আল্লাহ । আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন অন্য কোথাও । নিশ্চয় করবেন ।এই বিশ্বাসে অনড় থাকাই ঈমানদারের কাজ । আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন ।

 

১৯ টি পেশার তালিকা নিচে দেয়া হলো–

 

Accountant-একাউন্টেন্ট

 

Secretary–সেক্রেটারি

 

Salesman-বিক্রয়কর্মী

 

Administrator-প্রশাসক

 

Sales Manager- বিক্রয় ব্যবস্থাপক

 

Sales Supervisor- সেলস সুপারভাইজার

 

Finance Manager -অর্থ ব্যবস্থাপক

 

Chief Accountant–প্রধান হিসাবরক্ষক

 

Senior Accountant- সিনিয়র হিসাবরক্ষক

 

Office Manager—– অফিস ব্যবস্থাপক

 

Sales Assistant — বিক্রয় সহকারী

 

Administration Manager- প্রশাসনিক ব্যবস্থাপক

 

Office Boy- পিয়ন.

 

Driver–ড্রাইভার

 

Receptionist-রিসেপসনিষ্ট

 

Warehouse Manager—–গুদাম ম্যানেজার

 

Forklift Operator–ফর্ক্লীপট অপারেটর

 

Logistics Supervisor—— লজিস্টিক সুপারভাইজার

 

Human Resource Manager–মানবসম্পদ ব্যবস্থাপক

 

তথ্যসূত্রঃ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী