ভালবাসা দিবসে শ্যামল মাওলা'র স্বল্প দৈর্ঘ্য চলচিত্র 'চিঠি'

ভালবাসা দিবসে শ্যামল মাওলা'র স্বল্প দৈর্ঘ্য চলচিত্র 'চিঠি'

ভালবাসা দিবস উপলক্ষে এস এম ফজলে রাব্বির চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিঠি’।

নসিব পঞ্চম জিহাদির গল্প অবলম্বনে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শ্যামল মাওলা, মৃণালিনী শাওলী, সেলিম আহমেদসহ বেশ কয়েকজন অভিনয় শিল্পী অভিনয় করেছেন। আসছে ১৪ ফেব্রুয়ারি ডেডলাইন প্রোডাকশন এর ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে।

 

সেলুলয়েড ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সত্তর দশকের দুজন প্রাপ্ত বয়স্ক যুবক- যুবতীর না বলা ভালবাসার গল্প দেখানো হয়েছে।এতে বর্তমান প্রজন্মের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা, মৃণালিনী শাওলী, সেলিম আহমেদ প্রমুখ অভিনয় করেছেন।

 

‘চিঠি’ নিয়ে নির্মাতা ফজলে রাব্বি বলেন, প্রযুক্তির উন্নয়নে আমরা এখন মোবাইলে বসেই নাটক, সিনেমাসহ বিভিন্ন কন্টেন্ট দেখি। আর এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে ইউটিউব এখন পছন্দের তালিকায় এক নম্বরে। আমার এই গল্পটি যেহেতু স্বল্পদৈর্ঘ্য, তাই আমি দর্শকদের কাছে অনুরোধ করব আগামী ১৪ তারিখ ডেডলাইন প্রোডাকশন এর ইউটিউব চ্যানেলে ‘চিঠি’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখতে। আশারাখি, হতাশ হবেন না।